ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

রফিকের রেকর্ড ভাঙলেন সাকিব 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৭, ২১ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশ এবং ভারতের মধ্যকার চেন্নাই টেস্টে দেশের হয়ে একটি রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। দেশের হয়ে সবচেয়ে বেশি বয়সে টেস্ট খেলার রেকর্ড করেছেন এই অলরাউন্ডার। রফিক সর্বশেষ টেস্ট খেলেছেন ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

আজ শনিবার (২১ সেপ্টেম্বর) ৩৭ বছর ১৮০ দিন বয়সে তৃতীয় দিনে খেলতে নেমে এই কীর্তি গড়েন সাকিব। এত দিন রেকর্ডটি ছিল বাংলাদেশের সাবেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিকের।

বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে টেস্ট খেলার রেকর্ড উইলফ্রেড রোডসের। ১৯৩০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের এ খেলোয়াড়ের শেষ টেস্ট খেলার সময় তার বয়স ছিল ৫২ বছর। আধুনিক ক্রিকেট এ রেকর্ড পাকিস্তানের মিসবাহর। ৪২ বছর ৩৫১ দিন বয়সে শেষ টেস্ট খেলেছেন তিনি।

এমন রেকর্ডের দিনে বল হাতে তেমন কোনো ঝলকই দেখাতে পারেননি সাকিব। দুই ইনিংস মিলিয়ে ছিলেন উইকেটশূন্য। রান বিলিয়েছেন ওয়ানডে মেজাজে। প্রথম ইনিংসে ব্যাট হাতে করেছেন ৩২ রান।

এসএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি